বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুর থেকে জুরাইনগামী রংধনু পরিবহনের একটি যাত্রাবাহী বাস রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে চাপা দেয়।
শুভ জানান, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইলে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার নাম সোহাগ বলে ধারণা করা হচ্ছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এজেডএস/এইচএ/