ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সাত বছরের শিশুকে ধর্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
সাভারে সাত বছরের শিশুকে ধর্ষণ

সাভার (ঢাকা): সাভারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সাভারের হরিনধরা এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা রানু মিয়া জানান, বিকালে তার মেয়ে স্থানীয় এক দোকানে বিস্কুট কিনতে গেলে কৌশলে অজ্ঞাত পরিচয় এক যুবক শিশুটিকে একটি তিনতলা বাড়ির ছাদে নিয়ে যায়।

পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে স্বজনদের কাছে ঘটনা খুলে বললে স্বজনরা শিশুটিকে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল হক বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য আমরাই দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

সাভার মডেল থানা পুলিশ বিষয়টি অবগত নয় বলে জানিয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।

বাংলাদেশ সময়:০৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।