ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মরদেহ উদ্ধার শেরপুর

শেরপুর: শেরপুরের নকলা উপজেলার বর্তমান চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কলাথানার পাশে হলপট্রি মোড়ের পাশে নিজ বাসা থেকে মরদহটি উদ্ধার করা হয়।

মনির চৌধুরী চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা কামানীপাড়া গ্রামের জোনাব আলী চৌধুরীর ছেলে।

তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার ভাই জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মনির চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭ আপডট: ১৪১৫
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।