ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
সৈয়দপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১ সৈয়দপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নেশা জাতীয় ভারতীয় ইনজেকশনসহ রাজু (২২) নামে এক যুবককে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার সকালে (২০ অক্টোবর) স্টেশনের প্লাটফরম থেকে তাকে আটক করা হয়।

সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জানান, শহরের বাঁশবাড়ি এলাকার আজিজের ছেলে রাজু (২২) স্টেশনে চলাফেরা করছিলেন।

এ সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার জিন্সের প্যান্টের পকেটে রুমাল দিয়ে মোড়ানো ১৮ পিস ব্রুফেনারফাইন নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৫ হাজার ৪শ’ টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৭

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।