শুক্রবার (২০ অক্টোবর) সাকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটানা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- কবরি হোসনে (৩৫) সোহরাব মিয়া (২০) হাসেম (৪০) ও বিল্লাল (৪০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বন্দরের স্পেশাল অফিসার মো. হাসানুল আলম বাংলানিউজকে বলেন, আমাদের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজ কাটার গ্যাসের লাইনে লিকেজ ও গ্যাসের সিলিন্ডারে কক নষ্ট থাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় চার শ্রমিক দগ্ধ হয়েছে।
খন্দকার ইঞ্জিনিয়ারিং ও ডকইয়ার্ডের ম্যানেজার চন্দন বিশ্বাস বাংলানিউজকে বলেন, পাশের এক ডকইয়ার্ড থেকে ৪ থেকে ৫ জন শ্রমিক কাজ করার জন্য আমাদের এখানে আনা হয়। এসময় অসাবধানতাবশত গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। এতে চার শ্রমিক দগ্ধ হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দগ্ধ শ্রমিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭/আপডেট সময়: ১৩২০
এজেডএস/জিপি