এসময় মা ইলিশ শিকার, বিক্রি এবং পরিবহনে দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় জেলেকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।
ইউএনও মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনাসহ বিভিন্ন নদীতে মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। ইলিশ রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা তীরবর্তী বিভিন্ন চরে অভিযান চালানো হয়। এসময় ১২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ নয় জেলেকে আটক করা হয়। পরে তাদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
তিনি আরো জানান, জব্দকৃত মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জালগুলো পদ্মা নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসআই