শুক্রবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে প্রাইভেটকার চালক শফিকুল ইসলাম ভূট্টু (৪২) পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বাংলানিউজকে বলেন, বীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার রংপুরের দিকে যাওয়ার সময় কাহারোল উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এগারো মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
আহত ব্যক্তিকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নিহত ও আহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
জিপি