শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনাতয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার শুভ উদ্ধোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক রেজত্তয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজীপাড়া প্রজন্ম খেলাঘর আসরের সভাপতি জুয়েল রহমান।
দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন স্কুল কলেজের চার শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জিপি