ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সা‌র্কিট হাউ‌জে ভিআই‌পি কক্ষে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
সাতক্ষীরা সা‌র্কিট হাউ‌জে ভিআই‌পি কক্ষে আগুন সাতক্ষীরা সা‌র্কিট হাউ‌জে ভিআই‌পি কক্ষে আগুন

সাতক্ষীরা: সাতক্ষীরা সার্কিট হাউজে আগুন লেগে একটি ভিআইপি কক্ষ পুড়ে গেছে। এতে ওই রু‌মের এসি, সোফা সেট ও জানালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম বাংলা‌নিউজ‌কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যু‌তিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে‌ছে।

এতে শিমুল নামে এক‌টি ভিআইপি কক্ষের এসি, সোফা সেটসহ জানালা পুড়ে গেছে।

সাতক্ষীরা সা‌র্কিট হাউ‌জে ভিআই‌পি কক্ষে আগুনজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব বাংলা‌নিউজ‌কে ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ বলেন, আগুন লাগার কারণ উদঘাট‌নে তদন্ত টিম গঠন করা হ‌বে। ত‌বে, প্রাথ‌মিকভা‌বে ম‌নে হ‌চ্ছে বৈদ্যু‌তিক গোল‌যোগ থে‌কে আগু‌নের সূত্রপাত হয়েছে।

এ‌দি‌কে, সার্কিট হাউজে আগুন লাগার খবর শুনে সাতক্ষীরা সদর সা‌র্কে‌লের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহ‌মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।