শনিবার (২০ অক্টোবর) সকালে মহানগরীর মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।
বোয়ালিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার বাংলানিউজকে জানান, সকালে মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকা বৃষ্টিতে ভিজছিলেন ওই রোহিঙ্গা যুবক।
খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টন আহমেদ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে আসেন।
আটক তৌসিফের ভাষা তেমন বোঝা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রোহিঙ্গা যুবক আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি থানার বাইরে আছেন। এ ব্যাপারে থানায় গিয়ে সব তথ্য জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসএস/এসআরএস