শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিমানবন্দরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক ঊর্ধ্বতন কর্মচারীরা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমইউএম/আইএ