ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৬ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
নিখোঁজের ৬ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার হৃদয়ের সন্ধানে উদ্ধার অভিযান

ঢাকা: রাজধানীর মুগদায় জিরানী খালে পড়ে নিখোঁজ শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছয়দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিষ বর্ধন জানান, যে স্থানে শিশুটি নিখোঁজ হয়েছিলো সে স্থানেই দুপুরে তার মরদেহের সন্ধান পায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এরপর তা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

গত রোববার (১৫ অক্টোবর) মদিনাবাগে বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে যায় শিশু হৃদয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়মিত অভিযান চালালেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ৬ দিন পর শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হলো।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোর ২১, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।