ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্যাঞ্চলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
পার্বত্যাঞ্চলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: শিক্ষাক্ষেত্রে সরকারের বিশেষ পরিকল্পনা গ্রহণের ফলে পার্বত্যাঞ্চলে মানসম্মত আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে বান্দরবানের অরুন সারকী টাউন হল অডিটরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের বৃত্তি দেয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের আন্তরিকতায় পার্বত্যাঞ্চলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে দারিদ্রতা এখন আর বাধা নয়।

এবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে তিন পার্বত্য জেলার শিক্ষার্থীদের মোট ৫৭ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি দেয়া হয়েছে। আগামীতে এর পরিমাণ বাড়িয়ে ১ কোটি টাকা করা হবে। যাতে নিম্ন আয়ের পরিবারের ছেলে-মেয়েরাও খুবই স্বল্প খরচে উচ্চ শিক্ষা লাভ করতে পারে।

বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। পার্বত্যাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন শিক্ষার আলো পৌঁছেছে। এ শিক্ষাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আবছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রেজাউল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া প্রমুখ।

২০১৬-১০১৭ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পার্বত্যাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৮১ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়। এর মধ্যে বান্দরবানের সাত উপজেলায় কলেজ পর্যায়ে অধ্যয়নরত ২১৫ জন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২১২ জনসহ মোট ৪২৭ জন মেধাবী শির্ক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়ির ৮৫৪ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়।

কলেজ পর্যায়ের প্রতি শিক্ষার্থীদের এককালীন ৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতি শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।