ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অঝোর ধারায় বৃষ্টি, জনজীবনে ভোগান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
অঝোর ধারায় বৃষ্টি, জনজীবনে ভোগান্তি বৃষ্টিতে ভোগান্তি-ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে।এতে সাধারণ জনগণ ও স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।

গত শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২১ অক্টোবর) পর্যন্ত শ্রীমঙ্গল আবহাওয়া অফিস গড় বৃষ্টিপাত রেকর্ড করেছে ৩৭ মিলিমিটার।  

টানা বৃষ্টিতে দিনমজুর, চা শ্রমিকসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।

কাকভেজা হয়ে স্কুল-কলেজে যেতে দেখা গেছে শিক্ষার্থীদের। শ্রমিকরা পলিথিন মাথায় করে কাজের সন্ধানে সকালে ঘর থেকে বের হয়েছেন।

চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে পারেননি। অতিবৃষ্টিতে জোঁকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় তারা কাজে যেতে পারেননি বলে জানান অনেকে।

পলিথিন মাথায় দিয়ে পাওনা আনতে যাচ্ছেন রাধেশ্যাম ধর। তিনি বাংলানিউজকে জানান, বৃষ্টির জন্য দু’দিন থেকে কাজে যেতে পারছেন না। তাই আগের পাওনা আনতে মহাজনের বাড়িতে যাচ্ছেন।  

রিকশাচালক আব্দুর রহিম বাংলানিউজকে জানান, সারাদিন রিকশা চালিয়ে চালের টাকা হয় না, অন্যদিকে মালিকের ভাড়া গুণতে হয়। অবিরাম বৃষ্টির জন্য কেউ ঘর থেকে বের হতে চায় না।

আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান রঞ্জু বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার। শুক্রবার যা ছিল ৯ মিলিমিটার।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।