আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো চার শতাধিক ঘরবাড়ি। এসময় গাছের নিচে চাপা পড়ে রেনু (৪৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) ভোর রাতে পাথরঘাটার কালিবাড়ি ও কিরনপুর গ্রামে টর্নেডো আঘাত হানে।
উপজেলার পাথরঘাটা সদর, কাঁঠালতলী, নাচনাপাড়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে এক স্থান থেকে অন্য স্থানে। পাথরঘাটা উপজেলার অর্ধশতাধিক বসতবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরো চার শতাধিক ঘরবাড়ি। ভেঙে গেছে অসংখ্য গাছ পালা। জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাইরের বসতবাড়িতে পানি ঢুকে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ও মুরগির খামার। এদিকে উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ