শনিবার (২১ অক্টোবর) দুপুর ২টায় শহরের তমালতলা পিলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ হোসেন শহরের ইকবালপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, টানা দুইদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাসের কারণে পিলখানা এলাকায় আরিফ হোসেনের বাসার সামনে থাকা সুপারি গাছ হেলে রাস্তায় ওপর পড়ে যায়। দুপুরে আরিফ হোসেন বাসার সামনে দেয়ালে উঠে হেলে পড়া সুপারি গাছটি কাটতে যান। এসময় দেয়াল ধসে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি