ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে টর্নেডোতে শতা‌ধিক কাঁচা ঘরবা‌ড়ি বিধ্বস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
শ্যামনগরে টর্নেডোতে শতা‌ধিক কাঁচা ঘরবা‌ড়ি বিধ্বস্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টর্নেডোয় শতা‌ধিক কাঁচা ঘরবা‌ড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষ‌তিগ্রস্ত হয়েছে স্থানীয় বাজারের ২৮টি দোকান। এতে গৃহহীন হয়ে পড়েছে অনেকেই।

শ‌নিবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের তিন‌টি গ্রামে টর্নেডো আঘাত হানে।
 
টর্নেডোয় ক্ষ‌তিগ্রস্ত গ্রামগুলো হলো-চকবারা, খোলপেটুয়া ও গাবুরা।

চকবারা গ্রামের আবু মুছা বাংলা‌নিউজকে জানান, শুক্রবার (২০ অক্টোবর) সারা‌দিনই বাতাসের সঙ্গে বৃ‌ষ্টি ছিল। শ‌নিবার ভোরে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড়ো বাতা‌স শুরু হয়। এতে তারসহ অনেকের বা‌ড়িঘর ধসে পড়েছে। উড়ে গেছে ঘরের চালের টিন। অনেকেই খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন।

‌খোলপেটুয়া গ্রামের আব্দুস সামাদ বাংলা‌নিউজকে জানান, ভোরে প্রচণ্ড ঝড়ে তার বা‌ড়িসহ গাবুরা বাজারের ব্যবসা‌য়িক প্র‌তিষ্ঠান ধ্বংস হয়েছে।  
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে, খবর পেয়ে সকালে গাবুরা ইউনিয়নের ক্ষ‌তিগ্রস্ত গ্রাম তিন‌টি প‌রিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।
 
তিনি বাংলানিউজকে বলেন, গাবুরায় টর্নেডোয় শতা‌ধিক কাঁচা ঘরবা‌ড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাজারের বেশ কিছু দোকানপাটও ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল প‌রিদর্শন করে   ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষ‌তিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।