শনিবার (২১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলজের বিএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্যাপিং সিরোমনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ সালেহা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাখাওয়াত মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলেজের ব্যবস্থাপনা কমিটির পরিচালক আলী আহসান, ডা. রবিউল ইসলাম, ডা. আব্দুল মান্নান ও ইমরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয় এবং পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ