ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
বরিশালের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ

বরিশাল: বৈরী আবহাওয়ার কারণে যাত্রী সাধারণের অধিকতর নিরাপত্তায় অভ্যন্তরীণ সব রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টা থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, সকালে বরিশাল-ভোলা ও ইলিশ মজুচৌধুরীর হাট রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

যা এখনও চলমান।

পাশাপাশি এখন অভ্যন্তরীণ সব রুটের সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।  

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।