শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টা থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, সকালে বরিশাল-ভোলা ও ইলিশ মজুচৌধুরীর হাট রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
পাশাপাশি এখন অভ্যন্তরীণ সব রুটের সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমএস/আইএ