ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে প্রাইম ওয়াশিং প্ল্যান্টের গোডাউন সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
না.গঞ্জে প্রাইম ওয়াশিং প্ল্যান্টের গোডাউন সিলগালা

নারায়ণগঞ্জ: অনুমোদন ছাড়া এসিড ব্যবহারের অভিযোগে নারায়ণগঞ্জের প্রাইম ওয়াশিং প্ল্যান্টের গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার প্রোডাকশন ম্যানেজার মিলনকে আটক করে ভ্রাম্যমান আদালত। 

এছাড়া পার্শ্ববর্তী প্রাইম জিনস কালচার নামের গার্মেন্টেও অভিযান চালানো হয়।  

শনিবার (২১ অক্টোবর) দুপুর থেকে বিকেল অবধি চলা অভিযানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে  অভিযানে ৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।

 

অন্যরা হলেন-  এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়াত ফেরদৌস, সারাওয়াত মেহজাবিন, অ্যাসিল্যান্ড প্রত্যয় হাসান, রিফাত ফেরদৌস, জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর থেকে বিকেল অবধি নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত প্রাইম ওয়াশিং প্ল্যান্ট ও প্রাইম জিনস কালচার নামের দু’টি গার্মেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা প্রাইম ওয়াশিং প্ল্যান্টের ভেতরে কেমিকেলের গোডাউনে অনুমোদন ছাড়াই এসিড ব্যবহার করতে দেখতে পান। পরে প্রতিষ্ঠানটির কেমিকেলের গোডাউন সিলগালা করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।  

প্রতিষ্ঠানের ইটিপি শীতলক্ষ্যা নদীর তীরবর্তী স্থানে হওয়ায় ইটিপি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেটাও পর্যবেক্ষণ করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানটিতে ফায়ার এক্সটিংগুইসার যথাযথ স্থানে স্থাপনেরও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।  

প্রতিষ্ঠানটি শীতলক্ষ্যা নদীর তীরবর্তী হওয়ায় এর জমির মালিকানার কাগজপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদানেরও নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এছাড়া পার্শ্ববর্তী একই মালিকের প্রাইম জিনস কালচারেও ঘুরে দেখেন ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটির ভবনের নকশাও পর্যবেক্ষণ করে দেখেন ভ্রাম্যমান আদালত। এরপর শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৩ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরার কারণে আটক করা হয়। পরে অভিভাবকের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
  
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো. আব্দুল হামিদ মিয়া জানান- মাদক, যানজট, আবাসিক হোটেল, রিসোর্ট, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি, পরিবেশগত ছাড়পত্র এবং এসিড লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। শনিবার প্রাইম ওয়াশিং প্ল্যান্টে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই এসিড ব্যবহারের অভিযোগে কারখানাটির ক্যামিকেলের গোডাউন সিলগালা করা হয়েছে।  

এছাড়া অন্যান্য যেসকল ত্রুটি ছিল সেগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কয়েকজন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরার কারণে আটক করা হয়। পরে অভিভাবকের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।