ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গভার্নিং বডির সভাপতি মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, জেলা পরিষদের সদস্য গফুর সরকার।

এসময় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন, গভার্নিং বডির সাবেক সভাপতি আইয়ুব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।