শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইদুল ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে লাঠি দিয়ে সাইদুলের মাথায় আঘাত করে প্রতিবেশী মনসুর। পরে সাইদুলেকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শনিবার বিকেলে সাইদুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
সাইদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এনটি