শনিবার (২১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানান।
বাংলানিউজকে তিনি জানান, আগুনে সাদিয়ার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
২০১০ সালের এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রূপা জিতেছিলেন সৈয়দা সাদিয়া। ২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশ গেমসের পর আড়ালে চলে যান সাদিয়া।
অথচ সেই প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। ওই বছর কমনওয়েলথ শুটিংয়েও দলগত ইভেন্টেও সাদিয়া সোনা জিতেছিলেন।
সাদিয়ার ভাই সৈয়দ সাজ্জাদ বাংলানিউজকে জানান, সম্প্রতি সাদিয়া বিয়ে করেছেন। রান্না করতে গিয়ে ১৫ অক্টোবর বিকেলে গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন ধরে যায়। তখনই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
লেখাপড়া ও অন্যান্য কিছু কারণে খেলা থেকে সাদিয়া দূরে ছিলেন বলে জানিয়েছেন তার ভাই।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এজেডএস/এমএ/