সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরে জেলা প্রশাসক হোমায়রা বেগম।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ শফি উদ্দিন।
এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশের প্রায় ৭৫ ভাগ সয়াবিন এ লক্ষ্মীপুরে উৎপাদন হওয়ায় জেলা ব্র্যান্ডিংয়ের তালিকায় সয়াবিন স্থান পায়। যে কারণে লক্ষ্মীপুরকে ‘সয়াল্যান্ড’ হিসেবে ব্রান্ডিং করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএটি