ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে জেলা ব্রান্ডিং বিষয়ক প্রেস ব্রিফিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
লক্ষ্মীপুরে জেলা ব্রান্ডিং বিষয়ক প্রেস ব্রিফিং লক্ষ্মীপুরে জেলা ব্রান্ডিং বিষয়ক প্রেস ব্রিফিং, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা ব্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার উদ্ভাবকের খোঁজে বিষয়ক প্রেস ব্রিফিং হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরে জেলা প্রশাসক হোমায়রা বেগম।

জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও স্বাগত বক্ত্যবের মধ্যে দিয়ে প্রেস ব্রিফিং শুরু হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ শফি উদ্দিন।

এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেশের প্রায় ৭৫ ভাগ সয়াবিন এ লক্ষ্মীপুরে উৎপাদন হওয়ায় জেলা ব্র্যান্ডিংয়ের তালিকায় সয়াবিন স্থান পায়। যে কারণে লক্ষ্মীপুরকে ‘সয়াল্যান্ড’ হিসেবে ব্রান্ডিং করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।