চলতি মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত টানা ২২ দিন সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে রোববার মধ্যরাতে। সোমবার (২৩ অক্টোবর) ভোর থেকেই দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন পয়েন্ট থেকে ট্রলারগুলো ছাড়তে শুরু করেছে।
সরেজমিন পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সোমবার সকাল থেকেই বিএফডিসি সংলগ্ন খালে বরফ কলের ঘাটে সারিবদ্ধভাবে বরফ নেয়ার জন্য অপেক্ষা করছে ট্রলার।
মো. জাকির মাঝি, আনছার মাঝি ও মীর খলিল মাঝি বলেন, দীর্ঘ ২২ দিন অলস সময় কাটিয়ে আবার সাগরে যাত্রা শুরু করলাম। সরকারের নিষেধাজ্ঞা মেনেই আবার সাগরে যাচ্ছি, আশা করি আল্লাহর রহমাতে ভালো মাছ পাবো।
এদিকে পাথরঘাটার বিএফডিসি ঘাটের একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা না পাওয়ায় অনেক ধার-দেনা করে সংসার চালিয়েছেন তারা। এবার সাগরে গিয়ে ইলিশ ধরে বিক্রি করে ধার-দেনা পরিশোধ করবেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাছুম আকন বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞা শেষে উপকূলের প্রায় ২ হাজার মাছ ধরা ট্রলার মেরামত করে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে কয়েকশ’ ট্রলার চলেও গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা নিষেধাজ্ঞা মানার কারণে প্রতি বছর ইলিশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারও সাগরে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে এবং জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ