ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বরিশাল জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন বরিশাল জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন

বরিশাল: কিশোর বাতায়ন, উদ্ভাবকের খোঁজে ও বরিশাল জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ আক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় কিশোর বাতায়ন, উদ্ভাবকের খোঁজে ও জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কিশোর বাতায়ন একটি অনলাইন পোর্টাল।

এখানে ১৩ থেকে ১৮ বছরের কিশোররা মেধাবিকাশের লক্ষ্যে এই অনলাইন পোর্টালে ধারণা পাবে। এর মাধ্যমে ভিডিও আপলোড ও ডাউনলোডও করতে পারবে। এমনকি নিজ জেলার ঐতিহ্য সম্পর্কে বিস্তারিক জানতে ও জানাতে পারবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক আমিরুল আজম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার সহ অনান্যরা।

বাংলা‌দেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।