সোমবার (২৩ অক্টোবর) দুপুরে বাগেরহাট কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা মো. সুজাত হোসেন খান জেলার কচুয়া উপজেলা সদর ও গজালিয়া বাজারের দুই ব্যবসায়ীকে এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- কচুয়া সদরের মেসার্স দত্ত ব্রাদার্সের মালিক বিমল দত্ত এবং গজালিয়া বাজারের উর্মি এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান।
বাজার কর্মকর্তা মো. সুজাত হোসেন খান বাংলানিউজকে বলেন, সরকার নির্ধারিত ২৫ টাকা মূল্যে ডিএপি স্যার বিক্রির কথা। কিন্তু ওই দুই ব্যবসায়ী ৩০ টাকা করে ডিএপি স্যার বিক্রি করছিলেন। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছি।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক শাহিনুর আলম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই