ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
কামারখন্দে মাদক বিক্রেতার কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে হামিদুল ইসলাম (৫০) নামে এক মাদক বিক্রেতাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল এলাহী এ দণ্ডাদেশ দেন।

সাজার আদেশপ্রাপ্ত আসামি হামিদুল ইসলাম উপজেলার জামতৈল গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে সামাদ মণ্ডলের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল ইসলাম বাংলানিউজকে জানান, হামিদুল দীর্ঘদিন ধরে কামারখন্দ উপজেলাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। ২০১৬ সালের ১৬ জানুয়ারি উপজেলার জামতৈল কৃষি কলেজপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে কামারখন্দ থানার এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা করেন। মামলার শুনানী শেষে আদালত এই রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।