সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল এলাহী এ দণ্ডাদেশ দেন।
সাজার আদেশপ্রাপ্ত আসামি হামিদুল ইসলাম উপজেলার জামতৈল গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে সামাদ মণ্ডলের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল ইসলাম বাংলানিউজকে জানান, হামিদুল দীর্ঘদিন ধরে কামারখন্দ উপজেলাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। ২০১৬ সালের ১৬ জানুয়ারি উপজেলার জামতৈল কৃষি কলেজপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে কামারখন্দ থানার এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা করেন। মামলার শুনানী শেষে আদালত এই রায় দেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি