ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি মারজানের বোন খাদিজার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
জঙ্গি মারজানের বোন খাদিজার ৩ দিনের রিমান্ড মঞ্জুর মারজানের বোন খাদিজা আক্তার

যশোর: হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কমান্ডার মারজানের বোন নব্য জেএমবির খাদিজা আক্তারকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।  

যশোর আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

তিনি জানান, গত ১০ অক্টোবর পুলিশ খাদিজাকে আদালতে হাজির করলে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেন কোলের শিশু রাজুসহ তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি ১৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন। তবে ওইদিন কারাগার থেকে খাদিজাকে আদালতে হাজির করা হলেও আসামিপক্ষে আইনজীবী না থাকায় খাদিজার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সে মোতাবেক সোমবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।  

গত ৯ অক্টোবর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিন সন্তানসহ আত্মসমর্পণ করেন খাদিজা। আত্মসমর্পণের পরে বাড়িটিতে তল্লাশি করে তিনটি সুইসাইড ভেস্ট উদ্ধারের পরে নিস্ক্রিয় করে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।  

এ ঘটনায় ওই রাতেই যশোর কোতয়ালী মডেল থানার ইন্টিলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিংয়ের পরিদর্শক তোফায়েল আহমেদ বাদী হয়ে খাদিজা ও তার স্বামী মশিউরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩,  ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।