ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিলা ইসলামের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
শিলা ইসলামের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 

পৃথক শোক বিবৃতিতে মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
 
সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় (যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার (২২ অক্টোবর দিবাগত রাত তিনটা দশ মিনিটে) লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিলা ইসলাম।


 
লন্ডনের একটি স্কুলের শিক্ষিকা শিলা ইসলাম দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি একমাত্র মেয়ে রিমা আশরাফসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
শোক বিবৃতিতে স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ. স. ম ফিরোজ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।