সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীরের বড় ভাই মো. ইউসুফ আলী বাংলানিউজকে বলেন, সকালে আলমগীর ও আরেক বড় ভাই শাহ আলম ফতুল্লার পাগলা এলাকার বাসা থেকে বের হয়ে এলাকার একটি পুকুরে গোসল করতে যাচ্ছিলেন।
এ সময় ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়ালের একটি অংশ আলমগীর ও শাহ আলমের ওপর এসে পড়ে। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। শাহ আলম আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানান তিনি।
এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিঝমিঝি এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের কাজ করার সময় আনোয়ার নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তার বন্ধু রাসেল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এজেডএস/এসআরএস