সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন কমিশনের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তি রোধকল্পে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো কঠোর হতে হবে।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, পুরাতন রোহিঙ্গাদের মাধ্যমে নতুনরা তালিকাভুক্ত হচ্ছে। অনেকে চট্টগ্রাম, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে ভোটার হচ্ছেন। পরে তারা সেই তালিকা কক্সবাজার, বান্দরবানে স্থানান্তর করে নিয়ে আসছে। পুরাতন রোহিঙ্গাদের কীভাবে ভোটার তালিকা থেকে বাদ দেয়া যায় তার উপায় বের করতে হবে। প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ