ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি

ময়মনসিংহ: ‘পয়:বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস। 

বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের নেতৃত্বে সোমবার (২৩ অক্টোবর) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।  

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক ইউসুফ খান পাঠান ও ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।