সোমবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতাল চত্বরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পাবনা জেলার তিনদিনের কর্মসূচির প্রথম দিনে এ মানববন্ধন পালন করা হয়।
সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারি ও ইন্টার্ন চিকিৎসক ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন- পাবনা বিএমএ’র সভাপতি ডা. মো. গোলজার হোসেন, কনসালটেন্ট অর্থ ও সার্জরি বিভাগের ডা. জাহেদী হাসান রুমী, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আহমদে তাউস, সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন বিভাগের ডা. মো. আশরাফ হোসেন, কনসালটেন্ট অর্থপেডিক সার্জরি ডা. শহিদুল আলম, নার্সিং সুপারভাইজার ডা. হোসনে আরা মিনু, জেলা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য একেএম হাসান হীরা, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শাহ আলম শোভন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে হাসপাতালের সহকারী পরিচালককে অপসারণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক যে অভিযোগ এনেছেন সেটি সঠিক না। চিকিৎসা সেবা সকলের অধিকার, এখানে সকলে সমান অধিকার পাবে। তাই সঠিকভাবে তদন্ত করে নিয়ম মাফিক সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি কামনা করেন তারা।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ