সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে এ কারাদণ্ড দেন।
তোতা মিয়া উপজেলার চকচান্দহর এলাকার মৃত হাকিম আলী মাতবরের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমানভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে তোতা মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তোতা মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
জিপি