সোমবার (২৩ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় এ ঘটনা ঘটে।
বিকেলে দৌলতপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে দাম্পত্য কলহের জের ধরে রিন্টু তার স্ত্রী শরিফাকে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় তাকে হাসপাতালে না নিয়ে ঘরে আটকে রাখেন তিনি। একপর্যায়ে শরিফার মৃত্যু হলে রিন্টু ও তার পরিবারের বাকি লোকজন মরদেহ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই