সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল সিরাজগঞ্জ সদরের আকবরা গ্রামের জেল হোসেনের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, বিকেলে সাইফুল একটি বাসা বাড়িতে বৈদ্যুতিক তার সংযোগের কাজ করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সাইফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি