রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়া টেক্সটাইল মিলের চালের উপড় থেকে জোনায়েদ নামে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৫ টায় মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জোনায়েদের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, জোনায়েদ দুইদিন ধরে নিখোঁজ ছিলো।
সোমবার বিকেলে নোয়াপাড়া ফয়সাল টেক্সটাইল মিলের শ্রমিকরা উৎকট গন্ধ পেয়ে বিষয়টি মিলের মালিককে জানায়। পরে মালিক মিলের চালের উপর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।