সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি শহরের ইটাগাছা এলাকার সোহাগ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার মায়ের সঙ্গে বিকেলে খুলনা থেকে বাসে করে বাড়ি আসছিল। পথে বিনেরপোতা এলে সে বমি করার জন্য বাসের জানালা দিয়ে বের করে। এদিকে, খুলনাগামী একটি ট্রাক বাসটি ঘেঁষে যাওয়ার সময় শিশুটির মাথা কেটে পড়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই