ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে জেলা ব্রান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ঝালকাঠিতে জেলা ব্রান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন ঝালকাঠিতে জেলা ব্রান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: কিশোর বাতায়ন প্রতিযোগিতা, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজে এবং জেলা ব্রান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় কিশোর বাতায়ন প্রতিযোগিতা, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজে এবং জেলা ব্রান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক।

বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নের বিভিন্ন রুপরেখার তুলে ধরেন জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।