ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ঝিনাইদহে জেলা ব্র্যান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠানের উদ্ভাবকের খোঁজ বিষয়ক সংবাদ সম্মেলন হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।