ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ট্রাক ভর্তি বীজ ধান জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ত্রিশালে ট্রাক ভর্তি বীজ ধান জব্দ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ভর্তি বীজ ধান জব্দ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সোমবার (২৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স বিহীন গুদামে বীজ ধান গুদামজাত করার চেষ্টার অভিযোগে সহকারী অধ্যাপক নূরুল আলমকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহ মহাখালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক নূরুল আলম নিবন্ধিত ডিলার না হয়েও ট্রাক ভর্তি ৪৯৮ বস্তা ব্রি-ধন ২৮ এবং ৬৯৮ বস্তা ব্রি ধান-২৯ গুদামজাত করার চেষ্টা করেন। এ সময় ট্রাক আটক করে বীজ ধান বাজেয়াপ্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।