ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় গাঁজাসহ আটক যুবকের ১০ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
মাগুরায় গাঁজাসহ আটক যুবকের ১০ মাসের কারাদণ্ড

মাগুরা: মাগুরা শহরের মোল্যাপাড়া থেকে তিন কেজি গাঁজাসহ আটক হাসান মোল্যা (৩৫) নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। 

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান এ আদেশ দেন।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস বাংলানিউজকে  জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মাগুরা শহরের মোল্যা পাড়ার মাঠপাড়ায় অভিযান চালানো হয়।

এ সময় হাসানকে তার বাড়ি থেকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়।  
পরে ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন ও সহকারী উপপরিদর্শক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।