সোমবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান এ আদেশ দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মাগুরা শহরের মোল্যা পাড়ার মাঠপাড়ায় অভিযান চালানো হয়।
পরে ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন ও সহকারী উপপরিদর্শক মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই