ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের সীমান্ত এখনই বন্ধ করতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বাংলাদেশের সীমান্ত এখনই বন্ধ করতে হবে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আয়াসুর রহমান/ছবি: সোহেল সরওয়ার

কক্সবাজার: এখনই বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আয়াসুর রহমান।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে মিয়ানমারের একজন মন্ত্রী বাংলাদেশে এসে বাস্তুহারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

যদি ফিরিয়ে নেওয়া হয়, তাহলে এখনও রোহিঙ্গা আসছে কেন। আমাদের উচিত সীমান্ত বন্ধ করে দেওয়া।  

রোহিঙ্গাদের কারণে এরই মধ্যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ ধ্বংস হয়ে গেছে।  তাদের ফিরিয়ে দিতে না পারলে আইন-শৃংখলার অবনতি হবে।  

বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

গোলটেবিল আলোচনায় উপস্থিত রয়েছেন- কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ জিল্লুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আব্দুল কালাম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ  এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

ভারত-চীনকে রাজি করাতে পারলেই রোহিঙ্গাদের ফেরানো সম্ভব
রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিকভাবে করতে হবে
রোহিঙ্গারা ফেরত না গেলে দেশের জন্য হুমকি হবে
রোহিঙ্গারা এতোটা ‘ওয়েলকাম’ পাবে আশা করেনি
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।