ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভবিষ্যতে রোহিঙ্গা সংকট সামলানো কষ্ট হয়ে যাবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ভবিষ্যতে রোহিঙ্গা সংকট সামলানো কষ্ট হয়ে যাবে বক্তব্য রাখছেন মুজিবুর রহমান চেয়ারম্যান/ছবি: সোহেল সরওয়ার

কক্সবাজার: বর্তমান রোহিঙ্গা সংকট হয়তো মোকাবেলা করতে পারছি, তবে দ্রুত এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা না করলে ভবিষ্যতে রোহিঙ্গা সংকট সামলানো কষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে আসা-যাওয়া করছে। প্রায় ১০ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে।

এখন ১০ লাখ, কিন্তু দুই বছর পর এ সংখ্যা ১৭ লাখে যাবে। কারণ সন্তান জন্মদানে তাদের প্রোডাক্টিভিটি ভালো। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা কষ্টকর হবে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের পড়াশোনার ক্ষতি হচ্ছে জানিয়ে মুজিবুর রহমান বলেন, গত দুই মাস যাবত রোহিঙ্গা শরণার্থী সংশ্লিষ্ট এলাকাগুলোর স্কুল-কলেজ সব বন্ধ। শিক্ষার্থীদের পড়াশোনাও প্রায় বন্ধ। এভাবে স্থানীয়রা নানামুখী ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন পর্যন্ত রোহিঙ্গা সংকট আমরা মোকাবেলা করতে পারছি, ভবিষ্যতে কীভাবে এই সংকট মোকাবেলা করবো এখনই পরিকল্পনা করতে হবে।  

আলোচকদের একাংশগোলটেবিল আলোচনায় উপস্থিত রয়েছেন- কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ জিল্লুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আব্দুল কালাম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ  এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

রোহিঙ্গারা যাতে সংরক্ষিত এলাকার বাইরে যেতে না পারে
ভারত-চীনকে রাজি করাতে পারলেই রোহিঙ্গাদের ফেরানো সম্ভব
রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিকভাবে করতে হবে
রোহিঙ্গারা ফেরত না গেলে দেশের জন্য হুমকি হবে
রোহিঙ্গারা এতোটা ‘ওয়েলকাম’ পাবে আশা করেনি

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।