সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের দরবার হলে জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে (এটুআই) প্রোগ্রাম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, কিশোর বাতায়ন প্রতিযোগিতা ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষা, জীবন-জীবিকা, মানব উন্নয়ন, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণের বিষয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাকির হোসেন।
জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/আরআইএস/