ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
কেন্দুয়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডোবার পানিতে পড়ে খাদিজা আক্তার (সাড়ে ৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খাদিজা কেন্দুয়া পৌর শহরের আদমপুর এলাকার জামাল মিয়ার মেয়ে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজে জানান, বিকেলে খাদিজা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিলো। এসময় দৌড়াদৌড়ির একপর্যায়ে খাদিজা ডোবার পানিতে পড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে খাদিজাকে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।