ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে সংঘর্ষের প্রস্তুতি ছত্রভঙ্গ করে আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
কামারখন্দে সংঘর্ষের প্রস্তুতি ছত্রভঙ্গ করে আটক ৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষের প্রস্তুতি ছত্রভঙ্গ করে উভয়পক্ষের ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী ও পাঠানপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার কয়েলগাঁতী গ্রামের তিতুমীর ইসলাম (৩৪), পাঠানপাড়া গ্রামের এরশাদ (২৭), মোমেন সরকার (৪০), ইব্রাহিম (২০), মিজানুর রহমান (৩৬), ঠান্ডু (৬০), সদর উপজেলার সদানন্দপুর গ্রামের বাচ্চু মিয়া (৫০), সামসুল হক (৩০) ও তেতুলিয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে শহর আলী (২৮)।


কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইয়দা খান বাংলানিউজকে জানান, দুপুরে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে কয়েলগাঁতী ও পাঠানপাড়া গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উভয়পক্ষ স্ব স্ব মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে ৯ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।