ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠক মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠক মঙ্গলবার মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বাংলানিউজ

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে মিয়ানমারে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সরকারি সফরে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে মিয়ানমারে পৌঁছেছেন তিনি। দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী মেজর জেনারেল অং সো বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

এরআগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মন্ত্রীসহ ১২ সদস্যের প্রতিনিধিদল। তার সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, বিজিবি প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, পুলিশ প্রধান, কোস্টগার্ড প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক।

জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে দেশটির রাষ্ট্রীয় ও দুপুরে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়া, ইয়াবা ও মাদক পাচারসহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলেও জানা যায়।

২৫ অক্টোবর প্রতিনিধিদলের দেশে ফরার কথা রয়েছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দেশটিতে সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।