ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দেরও ত্রাণের আওতায় আনার দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দেরও ত্রাণের আওতায় আনার দাবি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা-ছবি- সোহেল সরওয়ার

কক্সবাজার: রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এজন্য রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয়দেরও ভিজিএফ কার্ডের আওতায় আনা উচিত।

সোমবার (২৩ অক্টোবর) বাংলানিউজ আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এ দাবি জানান।  

কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

সিরাজুল মোস্তফা বলেন, উখিয়া-টেকনাফে বাঙালি আছে ছয় লাখ। রোহিঙ্গা ১১ লাখ। স্থানীয় জনগণের দ্বিগুণ রোহিঙ্গা। এরইমধ্যে স্থানীয়দের গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে। উখিয়া-টেকনাফের রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। ১২ টাকা কেজির গোল আলু এখন ৬০ টাকা। ঢেঁড়শ ৯০ টাকা। শ্রমবাজার নষ্ট হয়ে গেছে।

রোহিঙ্গাদের সাহায্য দেওয়া দাতা সংস্থাগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, স্থানীয়রা রোহিঙ্গাদের কারণে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা বাইরে থেকে এসেছে, তাদের আগে আমার জনগণ। রোহিঙ্গাদের ভিজিএফ কার্ড দেওয়ার সঙ্গে স্থানীয়দেরও এর আওতায় আনা দরকার। সাহায্য দেওয়া সংগঠনগুলোর উচিত স্থানীয়দেরও সহায়তা করা।  

সিরাজুল মোস্তফা বলেন, সংকট শুধু রোহিঙ্গাদের নয়, সংকট কক্সবাজারের, সংকট বাংলাদেশের। রোহিঙ্গারা কখন যাবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। যদি তাদের অবস্থান দীর্ঘমেয়াদী হয়, তাহলে তাদের ভাসানচর নিয়ে যেতেই হবে। তাদের সংরক্ষিত এলাকা করে রাখা জরুরি, তাদের বাইরে যেন যেতে দেওয়া না হয়। রোহিঙ্গা সংকট, বাস্তবতা ও পরিকল্পনা’ শীর্ষক গোলটেবিল আলোচনাবাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ জিল্লুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আব্দুল কালাম, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ  এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

এখনই সমাধানের চেষ্টা করতে হবে
আন্তর্জাতিক আইনে মিয়ানমারের বিরুদ্ধে মামলার দাবি
ভবিষ্যতে রোহিঙ্গা সংকট সামলানো কষ্ট হয়ে যাবে
বাংলাদেশের সীমান্ত এখনই বন্ধ করতে হবে
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে
রোহিঙ্গারা যাতে সংরক্ষিত এলাকার বাইরে যেতে না পারে
ভারত-চীনকে রাজি করাতে পারলেই রোহিঙ্গাদের ফেরানো সম্ভব
রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিকভাবে করতে হবে
রোহিঙ্গারা ফেরত না গেলে দেশের জন্য হুমকি হবে
রোহিঙ্গারা এতোটা ‘ওয়েলকাম’ পাবে আশা করেনি
দেশ যে বহুমুখী সংকটে পড়েছে তা নিয়ে আরও কথা বলতে হবে

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমসি/এমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।